৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৫| বর্ষাকাল|
শিরোনাম:
রামপুরা থানায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় ২২ বছর পর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠি ভৈরবে ইয়াবা ও হেরোইনসহ মামা ভাগনী আটক নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছায় সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেন: মুফ‌তি ফয়জুল ক‌রীম চলে গেলেন কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষক গ্রেপ্তার গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অফিস সহকারির ভুলে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫,
  • 45 Time View

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামে অবস্থিত জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী মারজিয়া বেগম এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের গাফিলতির কারনেই এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।

খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নির্ধারিত সময়ে ফরমপূরণের জন্য অফিসে যোগাযোগ করে দুই হাজার পাঁচশো টাকা জমা দেন পরীক্ষার্থী মারজিয়া বেগম।

পরীক্ষার প্রস্তুতি পর কলেজের বিদায় অনুষ্ঠানের দিন প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারলেন তাঁর এডমিট কার্ড বোর্ড থেকে আসেনি। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবগত করলে কর্তৃপক্ষ বোর্ড থেকে এডমিট কার্ড এনে দেয়ার আশ্বাস দেন ওই শিক্ষার্থীকে।

পরে কলেজের অফিস সহকারি মো. শফিকের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে পরীক্ষার আগে প্রবেশপত্র দেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়।

কিন্তু পরীক্ষা আগের দিন মারজিয়াকে জানানো হয় ফরম পূরণে ভুলের কারণে এডমিনকার্ড ইস্যু হয়নি।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মারজিয়া বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা জমা দেন অফিসে। কিন্তু কলেজের অফিস সহকারির ভুলের কারণে আমার প্রবেশপত্র আসেনি। আজ বৃহস্পতিবার সকালে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারিনি এডমিড কার্ড না পাওয়ায় ।

সে জানায়, টেস্ট পরীক্ষায় ৪.০৭ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েও ফাইনাল পরীক্ষায় অংশ নিতে না পারায় জীবন থেকে একটি বছর ঝরে গেলো। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি ছিলো, অথচ কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে আমার রঙ্গিন স্বপ্ন অংকুরেই বিনিষ্ট হয়ে গেলো।

এঘটনার জন্য কলেজ প্রধানসহ ৬/৭জন শিক্ষক বাড়ি এসেছেন শান্তনা দিতে। এবং আগামী বছর বিনা খরচে পরীক্ষা দেওয়ার কথা বলে আশ্বস্থ করেন।

শিক্ষার্থী মারজিয়া বেগমের বাবা স্বপন মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, কলেজ কর্তৃপক্ষের ভূলের কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি তার মেধাবী কণ্যা। তাদের ভুলের কারণে কলেজের শিক্ষকরা আমার বাড়িতে এসে ভুল স্বীকার করায় আইনগত পদক্ষেপ থেকে ফিরে আসছি।

এই ঘটনায় ওই কলেজের অফিস সহকারি মো. শফিক জানান, ফরম পূরনের সময় ভুল বশত ‘ডাবল ক্লিক’ করায় মারজিয়ার ফরমটি বাতিল হয়ে যায়। সেজন্যই তার এডমিটকার্ড আসেনি।

আমাদের ভূলের কারণেই সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এমন ধরনের ভুল এটাই প্রথম। এবিষয়ে ভবিষ্যতে সর্তকতা অবলম্বন করবেন বলে জানান।

এ বিষয়ে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ জানান, এইচএসসি পরীক্ষার ফরমপূরণ করতে গিয়ে অফিস সহকারি কম্পিউটারে ডাবল ক্লিক করায় ফরমটি বাতিল হয়ে যাওয়ায় আমরা শিক্ষা বোর্ডে একাধিককবার যোগাযোগ করেও বিষয়টির সমাধান করতে পারেনি।

ফলে আমাদের শিক্ষার্থী মারজিয়া এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এই দায়ভার কলেজ কর্তৃপক্ষের বলেই তিনি স্বীকার করেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী মারজিয়া বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে উক্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম কামাল উদ্দিন হায়দার মুঠোফোনে বলেন, বোর্ড থেকে এডমিটকার্ড প্রদান করার সময়ই যদি সাথে সাথে পরীক্ষার্থীদের মাঝে এডমিটকার্ড বিতরণ করা হতো তাহলে তখনই ভুলটি ধরা পরতো। তখন ওই ভুলের জন্য সংশোধনের সুযোগ থাকতো। সমস্যা হচ্ছে এডমিট কার্ড গুলো পরীক্ষার কয়েকদিন আগে বিতরণ করে থাকেন। যার কারণে এডমিটকার্ড সংক্রান্ত কোনো ভুল হলে সংশোধনের সুযোগ থাকে না।

তিনি বলেন, মারজিয়ার এডমিটকার্ড না হওয়ার বিষয়টি নিয়ে অফিস সহকারি আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ