মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
‘আর খুব বেশি দেরি নয়, এই অবৈধ সরকার পতনের সময় ঘনিয়ে এসেছে। তাছাড়া আমরা বিএনপি নেতাকর্মীদের কারাগারের ভয় দেখিয়েও লাভ নেই। কারণ এই অবৈধ সরকার পুরোদেশকেই রুদ্ধ কারাগারে পরিণত করেছে। জুলুম-নিপীড়ন করে কেউ টিকতে পারেনি, এই অত্যাচারী সরকারও টিকতে পারবে না’।
বিএনপির ডাকা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
মনি আরও বলেন, ‘ এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের যতো বাধাবিপত্তিই আসুক না কেন, আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি রাজপথ ছাড়বনা’।
(১২ ডিসেম্বর) মঙ্গলবার কেন্দ্রিয় বিএনপি ঘোষিত কর্মসূচিকে সফল করতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর তত্ত্বাবধানে গাজীপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কের ওপর শাহগঞ্জ বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।