পায়ের হাড় ও রগ কেটে মারাত্মক আহত যুবদল নেতা স্বাধীনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন কুয়েত প্রবাসী সরদার বকুল সাপোর্টার্স ফোরাম নামে একটি সংগঠন।
অসুস্থ স্বাধীন মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের অনুসারী বকুল সাপোর্টার্স ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক আকন্দ স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে শনিবার সকালে স্বাধীনের চিকিৎসার খোঁজখবর ও এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, উপজেলা উলামাদলের সাধারণ সম্পাদক উসমান মেম্বার, চন্দনবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি কাজল মিয়া, চালাকচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোসফেকুর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর আলম সোহাগ, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ছাত্রদল নেতা আবুবক্কর সিদ্দীক, ইমরান ইসহাক রানা, মিজান, আল-আমিন, শরিফ, ফয়সাল প্রমুখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ বলেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল তার চিকিৎসার খোঁজখবর সার্বক্ষণিক রাখছেন। যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকার কথাও জানিয়েছেন।