সময় খবর ডেস্কঃ
আজ ২০২৪-২০২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রস্তাবিত এই মডেল থেকে বছরে প্রায় ৩০০ কোটি করে পাবে বাংলাদেশ।
ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি মিলিয়ন ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৫০০ কোটি ৭২ লাখ টাকা। প্রস্তাবিত এই চক্র থেকে পূর্ণ সদস্যরা পাবে ৫৭৭৩ কোটি ৮ লাখ টাকা, যা মোট আয়ের ৮৮.৮১ শতাংশ। আর সহযোগী সদস্যরা পাবে ৭২৭ কোটি ৬৪ লাখ টাকা।
বাংলাদেশ এই চক্র থেকে প্রতি বছর পাবে ২৮৯ কোটি ৭২ লাখ টাকা, যা আইসিসির আয়ের ৪.৪৬ শতাংশ। আইসিসির প্রস্তাবিত এই বাণিজ্যিক মডেল থেকে সবচেয়ে বেশি আয় করবে ভারত। প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। বিসিসিআইয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৪৪৭ কোটি ৭৯ লাখ টাকা আয় করবে ইসিবি, যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। বিসিসিআই, ইসিবির পর তৃতীয় স্থানে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ পাবে ৪০৬ কোটি ৬২ লাখ টাকা, যা মোট আয়ের ৬.২৫ শতাংশ।
চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।
আইসিসি প্রস্তাবিত আর্থিক মডেল (২০২৪–২০২৭) :
মোট: ৬৫০০ কোটি ৭২ লাখ টাকা
দল বার্ষিক আয় (টাকা) আয়ের %
ভারত ২৫০২ কোটি ৭৮ লাখ ৩৮.৫০ %
ইংল্যান্ড ৪৪৭ কোটি ৭৯ লাখ ৬.৮৯ %
অস্ট্রেলিয়া ৪০৬ কোটি ৬২ লাখ ৬.২৫%
পাকিস্তান ৩৮৪ কোটি ৭৩ লাখ ৫.৭৫%
নিউজিল্যান্ড ৩০৭ কোটি ৪৮ লাখ ৪.৭৩%
ওয়েস্ট ইন্ডিজ ২৯৭ কোটি ৯৫ লাখ ৪.৫৮%
শ্রীলঙ্কা ২৯৩ কোটি ৮৩ লাখ ৪.৫২%
বাংলাদেশ ২৮৯ কোটি ৭২ লাখ ৪.৪৬%
দক্ষিণ আফ্রিকা ২৮৪ কোটি ৩০ লাখ ৪.৩৭%
আয়ারল্যান্ড ১৯৫ কোটি ৪৬ লাখ ৩.০১%
জিম্বাবুয়ে ১৯১ কোটি ১২ লাখ ২.৯৪%
আফগানিস্তান ১৮২ কোটি ২৪ লাখ ২.৮০%
পূর্ণ সদস্যরা পাবে ৫৭৭৩ কোটি ৮ লাখ টাকা (৮৮.৮১ %)
সহযোগী সদস্যরা পাবে ৭২৭ কোটি ৬৪ লাখ টাকা (১১.১৯ %) ।