লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ এক মাদকসেবীকে আটক করেছেন থানা পুলিশ।
আটককৃত মাদকসেবীর নাম মাইদুল ইসলাম (২৫)। তিনি সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার ফজলুল হক এর ছেলে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে অভিযান চালানো হয়। এসময় গাজা সেবনের সময় সরঞ্জামাদিসহ একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক রওজাতুন জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।