ঈশ্বরগঞ্জে আব্দুুর রহমান রহ. ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান নদীর পাড়ে শীতবস্ত্র বিতরণ ও কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ রাসেল।
মো. আল মামুনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও আবু ইউসুফ।
বক্তব্য রাখেন হাফেজ মাও. মুফতি মুহাম্মাদ আবু সাঈদ রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা মো: আবু তাহের, আব্দুল হেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: নাজিম উদ্দীন, মো. মাজহারুল ইসলাম, মো. মোজ্জাম্মেল হক মানিক।
প্রধান অতিথির বলেন, আব্দুুর রহমান রহ. ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলায় মডেল ফাউন্ডেশন হিসেবে গড়ে তোলার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। ফাউন্ডেশন এর সুফল পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য সকলের আর্থিক সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাফেজ মো:সাখাওয়াত হোসেন, হাফেজ. মো. নজরুল ইসলাম, মো. রমজান আলী, মো. ওমর ফারুক, মো. পায়েল মিয়া, মো. শরিফ মিয়া, মো: আব্দুল কাইয়ূম, মো. তোফায়েল, মো: শহিদ মিয়া, আব্দুল কদ্দুছ, মো: আবু ছিদ্দিক, মো. আ. হেকিম, মো. ছাইদুর রহমান, মো. ছাত্তার, মো. সাইকুল ইসলাম, আ: কাদির, মো. আ. জব্বার, মো. খোকন মিয়া প্রমুখ।