মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:
সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধে নানাভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ।
আজ শনিবার সকাল ১০টার মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) হলরুমে আমদাহ, আমঝুপী ও বারাদী ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের নিয়ে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
গনসাক্ষরতা অভিযান এর সহায়তার মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে মেহেরপুর এর প্রাথমিক শিক্ষায় বর্তমান সার্বিক অবস্থা বিশ্লেষণ করে সভা পরিচালনা করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান সেলিম।
তিনি ঝরে পড়া রোধে এস,এম,সি, পিটিএ ও চীফ কমিটি কার্যক্রম, কমিউনিটির অংশগ্রহণসহ শিক্ষার বিনিয়োগ ও শিশু বাস্তব শিক্ষা নিয়ে নানা কর্মসূচি তুলে ধরেন। এছাড়া স্বগত বক্তব্য দেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা।
সভায় যুব সদস্যদের সাথে ওয়াচ গ্রুপের সম্পর্ক করা মানসম্মত শিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় যুবকদের আরো অংশগ্রহণ বৃদ্ধিতে বক্তব্য রাখেন, আমদা ইউনিয়নের যুব প্রতিনিধি মোঃ নাফিউল ইসলাম, আমঝুপী ইউনিয়নের জুয়েল রানা ও বারাদী ইউনিয়নের শ্র সজিব কুমার।
ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধসহ কমিউনিটিতে যুব অংশগ্রহণ বৃদ্ধিতে আলোচনায় অংশগ্রহণ করেন আমঝুপী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম, আইনাল হক, শহীল্লাহ, পৌর কাউন্সিলর আব্দুর রহিম ও জেলা প্রোগ্রাম ম্যানেজার জনাব সাদ আহমেদ।
সভায় প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার কৌশিক বিল্লাহ ও চাঁদতারা সূর্য, গণমাধ্যমকর্মীসহ মেহেরপুর সদর উপজেলা আমদ, আমঝুপী ও বারাদী ইউনিয়নের ওয়াচ সদস্য এবং যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।