নিজস্ব প্রতিবেদক:
মনোহরদী উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সেবামুলক সংগঠন ‘আমরা মনোহরদীর সন্তান’ এর ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য লন্ডন প্রবাসী মনির হোসেনকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে মনোহরদী উপজেলার একঝাঁক তরুণ স্বপ্রনোদিত হয়ে সমাজসেবার মহান ব্রত নিয়ে আমরা মনোহরদীর সন্তান সংগঠনটি প্রতিষ্ঠা করে।
সংগঠনের সভাপতি মনির হোসেন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গত ১১ বছর ধরে শিক্ষা বিস্তার, দারিদ্র বিমোচন, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নবগঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম-পরিধি আরও প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।