ময়মনসিংহের নান্দাইলে কর্মরত পেশাদার তথা মূলধারার সকল সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের প্রেস বিফ্রিং বর্জন করেছে।
শনিবার (৮ই জুন) ১২টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এ প্রেস বিফ্রিং বর্জন করা হয়।
জানা গেছে, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল উপজেলায় যোগদানের পর থেকে সাংবাদিকদেরকে উন্নয়ন কাজের তথ্য প্রদানে অনিহা সহ বিভিন্নভাবে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন ও বিরোপ আচরণ করে যাচ্ছেন।
এছাড়া নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণও সেবা নিতে এসে তাঁর কার্যালয়ে প্রবেশদ্বারে সামনে থাকা আনসার সদস্যের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
শুধু তাই নয়, সম্প্রতি অতিবাহিত উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা দেখিয়ে সাংবাদিকদেরকে পর্যবেক্ষক কার্ড প্রদানে ইচ্ছাকৃত হয়রানি করে।
একপর্যায়ে সাংবাদিকগণ পর্যবেক্ষক কার্ড গ্রহন থেকে বিরত থাকেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) আচরণে অসন্তোষ্ট হয়ে নান্দাইলে বিভিন্ন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও মূলধারার সকল সাংবাদিকগণ তাঁর আয়োজিত প্রেস বিফ্রিং বর্জন করতে বাধ্য হয়।
বিষয়টি ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এবং তাঁর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে অবহিত করা হয়েছে।