নিজস্ব প্রতিবেদক:
ব্যাটারীচালিত ইজি বাইকের উপার্জনে সংসার চলে নরসিংদীর মনোহরদী উপজেলার এক পা হারানো প্রতিবন্ধী আবুল কাশেমের (৪৮)।
আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তার সেই গাড়িটি নিয়ে গেছে চোরেরা। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রতিবন্ধী আবুল কাশেম। তিনি শুকুন্দী ইউনিয়নের গন্ডারদিয়া গ্রামের বাসিন্দা।
আবুল কাশেম জানান, বুধবার রাতে তালাবদ্ধ ঘরে ইজি বাইকটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে ইজি বাইকটি পাননি। বিভিন্ন স্থানে খুঁজেও আর সন্ধান মেলেনি গাড়িটির।
তিনি জানান, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে আসার পর এক দূর্ঘটনায় ডান পা কেটে ফেলতে হয়েছে। এরপর থেকে দীর্ঘদিন পঙ্গু অবস্থায় বাড়িতে শুয়ে-বসে কাটাতে হয়েছে। এক সময় প্রবাস জীবনের জমানো টাকা শেষ হয়ে যায়। ভারি কোনো কাজ করতে না পারায় ঋণ করে এই ব্যাটারীচালিত অটোরিকশাটি কিনেছেন।
এই গাড়ি চালিয়ে ঋণের টাকা শোধ করে পাঁচ সদস্যের সংসার ও দুই ছেলের লেখাপড়ার খরচ যোগাতেন। কিন্তু তাঁর সেই উপার্জনের পথটিও এখন বন্ধ হয়ে গেছে। এখন কিভাবে সংসারের খরচ ও ঋণের কিস্তি দিবেন সেই চিন্তায় প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, গত সোমবার মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি তাঁর ইজি বাইকটি চুরি করে নিয়ে যাবে বলে জানায়। তখন পরিচিত কেউ দুষ্টুমি করেছে মনে করে গুরুত্ব দেয়নি। চোর তার কথার বাস্তবায়ন করলেও মুঠোফোন নম্বরটি বন্ধ রয়েছে। গাড়িটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, চুরির ঘটনার বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।