নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইলে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মার নামাযের পর উপজেলার মুশুল্লি ইউনিয়নের লায়লা বাজারে আইডিয়াল ইয়ুথ ক্লাব ও সর্বস্তরের তৌহিদী জনতা উদ্যোগে
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা আলহাজ্ব দেলোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন আইডিয়াল ইয়ুথ ক্লাবের সভাপতি,
বাহাদুরপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক এম.এস.
রহমান সোহেল। পরিচালনা করেন হাফেজ লুতফর রহমান বাহাদুরপুরী।
বিক্ষোভ মিছিলটি বাহাদুরপুর জামে মসজিদ থেকে শুরু হয়ে লায়লা বাজার ও চংভাদেরা বাজার হয়ে মসজিদের সামনে এসে শেষ। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের গাজায় হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে ইসরাইলী পণ্য বর্জনের ঘোষণা দেন।