নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এগারো দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এই ছুটির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অঃ দাঃ) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে, অফিসসমূহ ২৬ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
ছুটিকালীন বিশেষ পরিষেবাসমূহ যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ইত্যাদি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহকে যথাযথ ব্যবস্থা নিতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।