ময়মনসিংহের ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালিউল্লাহ রাসেল।
(২৬ জুলাই) বুধবার শপথ গ্রহণ শেষে স্থানীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন রাসেল।
রাসেল বলেন, ‘ আমার এই বিজয় ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের বিজয়। ঈশ্বরগঞ্জের মানুষ আমার উপর আস্থা রেখে তাঁদের যে অকুণ্ঠ ভালোবাসা দেখিয়েছেন; আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসার মান রাখবো।’
তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে নয়, উপজেলাবাসীর সেবক হিসেবে নিজেকে সবার খেদমতে উৎসর্গ করে দিব।’
পরিশেষে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গড়তে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন রাসেল।
এদিকে শপথ গ্রহণ শেষে সাড়ে ৪০০ থেকে ৫০০ মোটরসাইকেল ও অর্ধশত গাড়ি বহর নিয়ে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে বেলা ৬ টায় ঈশ্বরগঞ্জ সদরে এসে পৌঁছান ভাইস চেয়ারম্যান রাসেল।
গাড়ি থেকে নেমেই পৌর স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ওয়ালিউল্লাহ রাসেল। এরপর স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাসেল।
ঈশ্বরগঞ্জ পৌর স্মৃতিসৌধের সামনে স্থানীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক নাঈমুর রহমান হিমেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতা-কর্মীরা রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন শেখ ওয়ালিউল্লাহ রাসেল।
এসময় তাঁকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।