ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। (০৮ জুন) শনিবার দুপুরে তাদের জুয়া আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে মো. সায়মন হাসান রিজন (২৫), বড়হিত গ্রামের আবদুস সালামের ছেলে মো. সোহেল রানা (২৫)।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া অনলাইন জুয়াড়ি চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মোবাইলের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের দুই সদস্যকে আটককরে। এসময় তাদের সাথে থাকা মোবাইলে দুটিতে অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে ওই মোবাইল দুটিও জব্দ করা হয়।
এরপর ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের নিয়মিত ধারায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ জুয়া আইনের নিয়মিত মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তারকরে আদালতে পাঠানো হয়েছে।’