ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির নাম মো. খলিল। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার ছোট ছয়সুতী গ্রামে। সে ওই এলাকার মৃত সাইফুদ্দিন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারকেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।’