২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি| রাত ২:৫৬| হেমন্তকাল|
শিরোনাম:
ফুলপুরে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক আটক, জরিমানা আদায় গফরগাঁওয়ে  সিএনজি উল্টে পুলিশ সদস্য নিহত  কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল  এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত বেলাব ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পিঠা উৎসব গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের মশাল মিছিল পাইকগাছায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

ঈশ্বরগঞ্জে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ, আটক ৪

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 178 Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারত থেকে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। (১৪ জুন) শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়।

এসময় ট্রাকের চালক ইমন চৌহান (২৪) নামে একজনকে আটক করা হয়। আটককৃত চালকের বাড়ি নেত্রকোণা জেলার সদর উপজেলায়। সে ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে।

এর আগে গত বুধবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে চোরাই পথে আসা চিনিভর্তি একটি ট্রাক জব্দ করা হয় । ওই সময় ট্রাক থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।

পাশাপাশি মিঠুনুর রহমান পাপ্পু নামে একজনকে আটক করা হয়। আটককৃত পাপ্পুর বাড়ি নেত্রকোণা জেলার মদন উপজেলায়। সে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

অপরদিকে বুধবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে চিনিভর্তি আরেকটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫), চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির রমরমা ব্যবসা চালাচ্ছিলেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত দুইদিনে চিনিভর্তি ৩ টি ট্রাকসহ ৮১০ বস্তা চিনি জব্দ করে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪০ লাখের বেশি।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ দুইদিনের অভিযানে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনিসহ ৪ জনকে আটক করা হয়েছে।
তারমধ্যে বুধবার রাতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া শুক্রবার যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধেও মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ