
মো. শফিউল্লাহ সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
(২৮ এপ্রিল) সোমবার দিবসটি উপলক্ষে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত ও বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।
এসব কর্মসূচির মধ্যে প্রথমে আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি পালনের উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের আদালত প্রাঙ্গণে গিয়েই শেষ হয়। এরপর
আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে আলোচনাসভায় সিনিয়র সহকারী জজ ও সভাপতি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের বিশেষ লিগ্যাল এইড কমিটির সভাপতি এ.এস.এম আনিসুল ইসলামের সভাপতিত্বে গৌরীপুর আদালতের সহকারী জজ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান, আইনজীবী সমিতির সমিতির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও চৌকি আদালতের
আইনজীবীবৃন্দ।