১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ১২:৫৯| শরৎকাল|

ঈশ্বরগঞ্জে তক্ষকসহ চারজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩,
  • 223 Time View

মহিউদ্দিন রানা, (নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরল প্রজাতির প্রাণী তক্ষক বিক্রির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
বুধবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আজ (১৫ জুন) বৃহস্পতিবার দুপুরে
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে একটি চক্র তক্ষক বিক্রি করতে এসেছে এমন খবর পায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি তক্ষক সহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে রবিন মিয়া (৩২), একই জেলার সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুরামপুর গ্রামের শ্রী নারায়ণ সূত্রধরের ছেলে শ্রী লিটন সূত্রধর (৪০), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদে শুশাড়িয়া বাড়ি গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে শমসের আলী (৬৫), একই এলাকার ঝালুর চর গ্রামের আজহার আলীর ছেলে শামীম মিয়া ৩৫।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ