মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কেককাটার মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মো. তরিকুল হাসান তারেকের পক্ষ থেকে এবং উপজেলা আ.লীগের সদস্য সামী উসমান গণি ও আনোয়ারুল হকের উদ্যোগে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
(২৩ জুন) শুক্রবার রাতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের বিপরীত পাশে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি মাজহারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুরাদসহ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।