মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):” আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। (১৩ অক্টোবর) রোববার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান প্রমুখ।