মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (০২ জুন) রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আজ (০৩ জুন) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার উচাখিলা ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে মো. ফেরদৌস, একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম, লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া, জয়নাল আবেদীনের ছেলে মো. আলমগীর ও রাজিবপুর ইউনিয়নের মজিদ মিয়ার ছেলে মো. আনন্দ।
পুলিশ সূত্র জানান, গ্রেপ্তারকৃতরা ছাড়াও তাদের আরও ১৫-২০ জনের একটি কিশোর গ্যাংয়ের দল রয়েছে। যারা বিভিন্ন সময়ে, দিন-দুপুরে উপজেলার উচাখিলা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে স্থানীয় লোকজনদের আতঙ্কে রাখে।
শুধু তা-ই নয়, সাধারণ মানুষদের অস্ত্রের মুখে রেখে টাকা-পয়সা, মোবাইলসহ সঙ্গে থাকা সমস্ত কিছুও ছিনিয়ে নেয়। এ ছাড়াও তাদের ভয়ে বাজারের ব্যবসায়ীরাসহ স্থানীয় লোকজন
মুখ খোলার সাহস পায়না।
এ অবস্থায় (০১ জুন) গত বৃহস্পতিবার উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. রিয়াদ মিয়া (১৯) উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের ৫ সদস্যসহ আরও ১৫-২০ জনের একটি দল।
এসময় দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে রিয়াদ মিয়ার সাথে থাকা একটি মোবাইল ও দশ হাজার টাকা নিয়ে যায়।
পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতেই রিয়াদ মিয়া বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাত দিয়ে
ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলা হওয়ার পর কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি চাকু, একটি ছুরি, একটি দা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ (সংশোধনী -২০১৯), এর ৪/৫ ধারায় মামলা হয়েছে। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’