মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় আ: গফুরের বাড়ির কাছে ধলাই খালের ওপর নির্মিত (গার্ডার) সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ (০৬ এপ্রিল) শনিবার স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন প্রধান অতিথি হিসেবে এ সেতুটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল প্রমুখ।
স্থানীয় বাসিন্দা মো. নয়ন মিয়া বলেন, বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে শিশুরা প্রাইয় পড়ে গিয়ে আঘাত পেতো। এলাকার মানুষের দাবি ছিলো একটি পাকা সেতু। দীর্ঘদিন পর হলেও মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,
দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ ও ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেবে এই গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৪ লাখ ১৮ হাজার ৪০৩ টাকা।