৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বদরুল আলম প্রদীপ। তিনি আনারস প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া পেয়েছেন ৩৮ হাজার ৫৩৯ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৩৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ ওয়ালিউল্লাহ রাসেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা আহমেদ পেয়েছেন ২৯ হাজার ৯৪৭ ভোট।
অপরদিকে হাঁস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেফালি হামিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসনাত আরা প্রিয়া পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৩০ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন (অতিরিক্ত দায়িত্ব) কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফারুক মিয়া।
তিনি বলেন, ‘ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়নি’।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিনদায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ‘নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর ছিল। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা ঘটেনি।এ ছাড়া নির্বাচনী পরবর্তী কোন ধরনের সহিংসতা যাতে না ঘটে এ জন্য প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।’