মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৩৭০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ (১৫ অক্টোবর) রোববার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে মো. মাহবুব নামে এক ব্যবসায়ীর দোকান থেকে নিষিদ্ধ ওই জাল জব্দ করা হয়।
এসময় নিষিদ্ধ জাল বিক্রয়ের দায়ে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মাহবুবুর রহমান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।