মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে পৌর কবরস্থানের রাস্তা, গেইট, সেট এবং পৌর মহাশ্মশানের প্যলাসাইটিং নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। আজ (৩১ অক্টোবর) নির্মাণ কাজের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানন আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মোতালেব প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, Local Government Covid-19 Response& Recovery project (LGCRRP) প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর কবরস্থানের ভেতর রাস্তা, গেইট ও সেট নির্মাণ কাজের জন্য ৫ লাখ ৮৭ হাজার টাকা এবং পৌর মহাশ্মশানের প্যলাসাইটিং নির্মাণের জন্য ২ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ঐশী এন্টার প্রাইজ নামে টিকাদারী প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়।