১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ১:৩৫| শরৎকাল|

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু, আহত ৪ জন

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৪, ২০২৩,
  • 228 Time View

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ (১৪ জুন) বুধবার সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তুফার স্ত্রী।

এসময় ৩ নারীসহ আরও ৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়া।

বজ্রপাতে আহতেরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে কাজ করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন।

বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোহাগী ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু ও ৪ জন আহতের বিষয়টি শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ