মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১২ নভেম্বর) রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর স্মৃতিসৌধ চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনাসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সদস্য আব্দুর রব কাজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, দেলোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।