ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মোছা. সাজেদা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ (০৪ মে) শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই এলাকার মো. হুমায়ুন কবীর বিপুলের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বসত ঘরের সামনেই ফ্যানের বাতাসে ধান থেকে চিটা সরানোর কাজ করছিলেন নিহতের শ্বাশুড়ি মোছা. ফাতেমা আক্তার।
ওইসময় শ্বাশুড়িকে ধান উড়ানোর কাজের এক ফাঁকে ঘর ঝাড়ু দিতে যান সাজেদা। ওই অবস্থায় মাটির উপর দিয়ে যাওয়া ফ্যানের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ঠ হন সাজেদা। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুতায়িত হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’