মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন হয়েছে। ২৪ জুলাই থেকে ৩০ পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহের কার্যক্রম।
গত (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম সানোয়ার রাসেলের সঞ্চলনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সফল মৎস্য উদ্যোক্তা অলিজা মনোয়ার, স্থানীয় সাংবাদিক রতন ভৌমিক প্রমুখ।
এসময় তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।