ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিফজুর রহমান সালমানি নামে এক মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ সংক্রান্ত অশালীন ছবি, খুদেবার্তা এবং
ভিডিও ফাঁস হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এ অবস্থায় হিফজুর রহমান সালমানির শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। (২১ জুন) শুক্রবার এলাকার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে আঠারবাড়ি বাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, হিফজুর রহমান সালমানির বাড়ি উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার টেঙ্গাপাড়া গ্রামে। সে ওই এলাকার শরাফত আলীর ছেলে। বাড়ির পাশেই আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানের মুহতামিমের দায়িত্বে হিফজুর রহমান সালমানি।
এ অবস্থায় মাস তিনেক আগে এক ছাত্রের সঙ্গে সমকামিতার অভিযোগ ওঠে হিফজুর রহমানের বিরুদ্ধে। এরপর অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে মুহতামিমের দায়িত্ব থেকে বরখাস্ত করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শামসুদ্দিন ভূঁইয়া।
এদিকে সম্প্রতি ওই ছাত্রের সঙ্গে অশালীন ছবি, খুদেবার্তার স্কিনশর্ট এবং অশ্লীল ভিডিও ফাঁস হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা- সমালোচনার ঝড় ওঠে। ফাঁস হওয়া ওইসব অশালীন ছবি, খুদেবার্তার স্কিনশর্ট এবং অশ্লীল ভিডিও এ প্রতিবেদকের হাতেও আসে। ওই অবস্থায় হিফজুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ উপস্থিত বক্তারা বলেন- সমকামিতার মতো জঘন্য ও অভিশপ্ত কাজ পৃথিবীতে আর কিচ্ছু নেই। ইসলামের দৃষ্টিতে সমকামিতার অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা চাই হিফজুর রহমানকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
তারা আরও বলেন- হিফজুর রহমানের মতো এসব দুশ্চরিত্রের লোকদের শাস্তি না হলে আমরা অচিরেই কঠিন কর্মসূচি গ্রহণ করবো।
এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত হিফজুর রহমান সালমানির মোবাইলে একাধিকবার কল করার পর তিনি কল রিসিভ করেন। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।