
মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক(ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুল বারেক ফকির (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২০ জানুয়ারি) সোমবার বিকেলে আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পরিদর্শক মো. গোলাম কিবরিয়াকে সহযোগিতা করেন তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বাড়ি সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে। সে ওই এলাকার ক্বারী মো. এয়াজেদ আলীর ছেলে। আব্দুল বারেক ফকির
১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধরা মোতাবেক এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। পরে সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. গোলাম কিবরিয়া বলেন-‘ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’