
মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ এপ্রিল ) শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, এ.কে.এম হারুন অর-রশীদ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। এদিকে বর্ধিত সভায় উপস্থিত হননি উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন এবং তাঁর ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু ও আরেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুলন চকদার।
এদিকে বর্ধিত সভায় আগামীদিনে সকলে মিলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন করে খুব দ্রুত সময়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।