মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ মাজেদুর রহমান। গতকাল মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগে তিনি
জামালপুরের ইসলামপুর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ২০০১ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর প্রথম কর্মস্থল ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপি।
যোগদানের পর ওসি মুহাম্মদ মাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, নারী-শিশু নির্যাতন, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত’। এ ছাড়াও অপরাধ নির্মূলে সর্বপরি সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেছেন ওসি মাজেদুর রহমান।
প্রসঙ্গত, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দীর্ঘ দেড় বছর দায়িত্বে ছিলেন পিএসএম মোস্তাছিনুর রহমান। গতকাল তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বদলি হন।