বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পিছিয়ে পড়া নারী জাতিকে শিক্ষার আওতায় আনতে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমানে শিক্ষায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করতে হবে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা সমুন্নত রাখতে জনগন আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।
আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নে (প্রস্তাবিত) নিলক্ষীয়া মডেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন বহুতল ভবন তৈরির পাশাপাশি আধুনিক সব শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছে সরকার। মহামারি করোনায় যখন সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পরেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তখন অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছে শিক্ষার্থীরা।
নিলক্ষীয়া মডেল কলেজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফের সভাপতিত্বে এবং তরুন উদ্যোক্তা সোহরাব হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. তানভীর আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক, নিলক্ষীয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ প্রমুখ।