বিশেষ প্রতিনিধি:
উপজেলা নির্বাচন অফিসার ও সমমান কর্মকর্তাদের সমুন্নয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৩ সকাল ১০ ঘটিকায় ঢাকার আগারগাঁও পর্যটন ভবনের রুফটপ রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব, ফরহাদ আহমেদ খান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোঃ আবদুল বাতেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচির রাশেদুল ইসলাম। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খাঁনসহ বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় কল্যাণ পরিষদের সদস্য ও কার্যকরি কমিটির নেতৃবৃন্দ প্রাতিষ্ঠানিক উন্নয়নের স্বর্থে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন যার মধ্যে ছিলো উপজেলা নির্বাচন অফিসের জন্য গাড়ী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেড এ উন্নতি করন। সভার প্রধান অতিথি বিভিন্ন দাবি-দাওয়া গুলো শুনেন ও দাবি-দাওয়া পূরনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।