
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন সড়কের পাশে লম্বা লাইন করে টানানো হয়েছে সায়মানা। দেখলে যে কারো মনে হবে এটা কোনো বিয়ে বাড়ি অথবা কোনো সামাজিক অনুষ্ঠান। আসলে তা নয়। এটা হলো ভৈরব রেলস্টেশন রোড।
এ সায়মানার আড়ালেই রয়েছে বিশাল এক ময়লার ভাগাড়। দুর্গন্ধ এড়াতে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। এমন অবস্থা দেখে হতবাক এ রোডে চলাচলকারী যাত্রীসহ পথচারী।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট হাইওয়ের চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য সরাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। যেতে হবে ভৈরব রেলওয়ে স্টেশনের এই সড়ক দিয়ে।
তাই ময়লার স্তূপ উপদেষ্টার চোখের আড়াল করতেই ঢেকে রাখা হয়েছে সায়মানা দিয়ে। সারা বছর নাক চেপে যেতে হয় ভৈরবসহ পার্শ্ববর্তী জেলা উপজেলার মানুষদের। দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। তারপরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
আজকে উপদেষ্টা আসবেন বলে সকাল থেকে সড়কের পাশের ময়লা পরিষ্কার করা হয়েছে। রাস্তার পাশে টানানো হয়েছে সায়মানা ও ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। কিন্তু বছরের পর বছর পার হলেও ময়লা পরিষ্কার করা হয় না।
এমনকি দুর্গন্ধ দূর করতেও নেয়া হয় না কোন ব্যবস্থা। ময়লার ভাগাড় থেকেই উৎপত্তি হয় ডেঙ্গু সহ নানান রোগ বালাই এমনটাই বলেন চিকিৎসক। বর্তমানে দেশে ডেঙ্গুর ভয়াবহতা তীব্র আকার ধারন করলেও ব্যবস্থা নেননি উপজেলা প্রশাসন কিংবা পৌর প্রশাসক।
ব্যস্ততম সড়কের পাশে বিশাল এ ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও মানুষের সুস্বাস্থ্যের পাশাপাশি সাধরণ মানুষের চলাচলের সুব্যস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা অভিজ্ঞ মহলের।