কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পূর্ব ছড়ার পাড় এলাকায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও উলিপুর থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত (১১ জুন) সকাল ১১টার দিকে উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ার পাড় মৌজায় (জেএল নং ৫২) সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলন শুরু করেন স্থানীয় আবু বক্কর (৫৫) নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে তিনি বালু উত্তোলন করে আসছিলেন।
অভিযোগে বালু উত্তলনের বিষয়ে জানতে পেরে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার নয়ন কুমার সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে অনুমোদনবিহীন ২২ হাজার টাকা মূল্যের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং চলমান কাজের কয়েকটি পাইপ ও ভাঙচুর করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “সরকারের অনুমতি ব্যতীত যে কেউ বালু উত্তোলন করলে তা পরিবেশের জন্য হুমকি ও আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর ১৫ (১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।