কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত করায় এক ইটভাটার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার উপজেলার তবকপুরে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।
উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক কাজী মাহমুদুর রহমান। এসময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
জানা যায়, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।