২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২৭| হেমন্তকাল|
শিরোনাম:
প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনোনয়ন পরিবর্তনের দাবি প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নুরুল ইসলাম বুলবুলের মোটরসাইকেল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি ফার্ম মালিককে জরিমানা নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নান্দাইলে ভূমি অধিগ্রহণের জায়গায় আওয়ামীলীগ নেতার মার্কেট নির্মাণ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাক হতে ওষুধ ও সিসা জব্দ

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষকে রাজকীয় বিদায়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪,
  • 99 Time View

পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষক এবং শিক্ষিকার অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানের আয়োজন করেন তাঁদের সহকর্মীরা ও এলাকাবাসী।

জানা যায়,এসময় ওই স্কুলের শত শত শিক্ষার্থী প্রিয় শিক্ষকের পেছনে কাঁদতে কাঁদতে শিক্ষকের বাড়ি পর্যন্ত যান।

পরে কয়েক জন শিক্ষক গাড়ি থেকে নেমে নিজ শিক্ষার্থীদের বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে তাদের স্কুলে পাঠিয়ে দেন।

তবে বিদায়ী শিক্ষকেরা বলেন আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো।

বিদায়ী অতিথি হলেন উম্মে আমেরা বেগম অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেবেকা সুলতানা অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, মোঃ আব্দুল গণি সরকার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, মোঃ আব্দুস ছামাদ অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, শ্রী খগেন্দ্র নাথ বর্মণ অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, শ্রী বিমল সরকার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, মোঃ আবু বকর অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলিপুর, কুড়িগ্রাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার।

আমন্ত্রিত অতিথি ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ , উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লস্কর আলী , মোঃ আমির হোসেন অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন খন্দকার, মোঃ ইসহাক আলী, মোঃ জাকির হোসেন।

গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুর রহমান ,গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিন সিদ্দিকী।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন খন্দকার মো. মাহফুজার রহমান মুকুল প্রধান শিক্ষক, খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম. আমিনুল ইসলাম প্রধান শিক্ষক, বকসীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ আখতার আহসান উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ জিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ