মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে এক কৃষকের ২ বিঘা জমির আধা পাকা ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মালতীবাড়ি গ্রামের মোঃ মেছের উদ্দিনের ছেলে।
এ ঘটনা উপজেলা প্রশাসনে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষক মোঃ নজরুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা গেছে, নজরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি চাষাবাদ করে চলে তার সংসার। পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে দীর্ঘ দিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছে নজরুল ইসলাম।
জমি থেকে যা ফসল আসে তা বিক্রি করে চলে নজরুল ইসলামের পরিবার।অন্য জমির দাগ নিয়ে প্রতিপক্ষের সাথে নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জেরে গত ২০ এপ্রিল রাতের আঁধারে একই ইউনিয়নের লাঠির খামার গ্রামের মোঃ মেলজার হোসেনের ছেলে মোঃ আমজাদ হোসেন (৫০), মোঃ নওয়াব আলী মোঃ আসাদ হোসেন নজরুল ইসলামের দুই বিঘা আধা পাকা ইরি জাতের ধান ক্ষেতে কিটনাশক ছিটিয়ে দেয়।
এতে দুই বিঘা জমির ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলে বিভিন্ন ভয় ভীতি ও টালবাহানা করে আসছে অভিযুক্তরা। উপায়ন্তর না পেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয় ভুক্তভোগীরা।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।