“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়ার সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, থানার উপ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য সমবায় ছয়টি সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।