আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
এসময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মুহাম্মদ সুমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম।
এসময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো: হাসান ইমাম, সহকারী অধ্যাপক মাকসুদা হক, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আব্দুল ওয়াহাব সবুজ , হোসনেয়ারা বেগম।
এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতিকে এম তানভীর হাসান ও সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম জানান, গণিত অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের সূক্ষ্ম বিশ্লেষণ এর প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণিত অলিম্পিয়াড সাফল্যমন্ডিত হয়েছে।