
আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ মে) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নবগঠিত কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজার ও সহকারী অধ্যাপক মোঃ হাসান ইমাম।
এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নবনির্বাচিত সভাপতি কেএম তানভীর হাসানের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।