মোঃ আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাদঁপুর) প্রতিনিধি:
কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল গ্রামের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির পরিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাদিরখিল সিকদার বাড়ী সংলগ্ন মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
পরিবারের ৫০০ সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কৌতুকে মিলনমেলায় মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন ও স্বজনদের আবেগ-উচ্ছাসে প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।
মিলনমেলায় মোঃ সাহেব আলী সিকদার সভাপতিত্বে ও জিসান শিকদারের সঞ্চালনায় আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মো. শরীফ সিকদার।
এ সময় সভাপতি বলেন, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আগামী বছরও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।মিলনমেলায় আরো বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সিকদার, আবুল বাশার সিকদার, জাহাঙ্গীর সিকদার, ইউপি সদস্য শাহজালাল সিকদার, মতিন সিকদার, মাহবুব সিকদার প্রমুখ।
এসময় নুরুল ইসলাম সিকদার বলেন, এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না। আগামী বছর আমরা আরো বড় পরিসরে মিলনমেলার আয়োজন করবো।’