“পালাবদল”
আমি যেমন আছি তেমনই থাকব পালাবদলে
তুমি দেখি পাল্টে যাচ্ছ আত্মাভিমানে।
আমার ভাগ্যাকাশে আজ কলঙ্কের চাঁদ
সবাই হাসে তূমি ও তাদের সাথে
এতই যে দুর্ভাগা আমি ভাবিনি আগে।
হাস্য পরিহাসে ভরপুর পরিবেশ
তিরস্কার, বুলি তোমারও তাদের সাথে।
এত রাগ-ক্ষোভ,ঘৃণা আমার প্রতি
বুঝিনি কম্পিন কালে।
এক পা দুপা করে চলতে যখন সাথে
আজ দেখি ভিন্ন পথে।
কালে ভদ্রে আরও কত না কি দেখি
সেই ভাবনায় উদ্বিগ্ন আছি।