।। তিল।।
মন আমার কেড়ে নেয়
তোর গালের ঐ কাল তিল।
জীবন আমার বিলিয়ে দিতে পারি
পাই যদি তোর ঐ গালের তিল।
ধন ভান্ডার , রাজ্য-সিংহাসন কিছুই চাইনা
পাই যদি তোর ঐ রাঙ্গা গালের
কাজল কালো কাল তিল।
নদীর ধারে বনের ছায়ায়
একলা থাকতে ও রাজি মুই
হাতের কাছে পাই যদি তোর
ঐ তিলের পরশ জীবন ভর।
খোরমা খেজুর রাজকীয় খাবার
কিছুই আমার নাই দরকার।
জীবন পথে না যদি পাই
মন হারিনী তোর ঐ তিলের গাল।
আকাশের ঐ চন্দ্র তারা ।
দেয় যদি মোর হাতে ধরা।
মিটবেনা মোর প্রাণের জ্বালা
না পাইলে তোর গালের তিলক তিল।