” শিক্ষক “
এ বি এম মাহমুদুর রহমান ।
শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
সর্ব জন বিদিত।
জাতি গড়ার কারিগর হলেন শিক্ষক
জ্ঞান এর আলো ছড়িয়ে দেন সর্বত্র।
শিক্ষক হলেন শিষ্টাচারের আর্দশ
কর্তব্য পালনের মাইল ফলক।
ক্ষমার মহান ব্যক্তি শিক্ষক।
সকল মহত্ কাজের পরামর্শক।
সমাজ সংস্কারক শিক্ষক
সকল কাজের অগ্রনায়ক।
জাতির জন্য মঙ্গল আদর্শবান শিক্ষক
শিক্ষক হলেন জাতির প্রতিভার-ই-রক্ষক।
শিক্ষক জ্বালান প্রাণে প্রদ্বীপ প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো অশিক্ষার আকাশে।