” আমার দেশ”
এ বি এম মাহমুদুর রহমান।
আমার দেশ বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সোনার চেয়ে খাঁটি।
আমার দেশের ধূলিবালি
সকল দেশের চেয়ে দামী
সকল ভূমির সেরা সে যে আমার মাতৃভূমি।
এ দেশেতে জন্মে আমি গর্ব বোধ করি।
এ দেশের ধূলিবালিতে খেলাধূলা করি।
এ দেশেতে জন্ম আমার এ দেশেতে মরণ
এ দেশের আলো বাতাসে গড়া আমার জীবন।
দোয়েল কোয়েল পাপিয়ার ড়াক মুগ্ধ করে প্রাণ
দাদুর মুখে শুনি ঘুম পাড়ানীর গান।
নানান রংগের ফুল ফলে ভরা
আমার দেশের মাটি।
সে মাটিকে আমি বিষণ ভালবাসি।