“স্বাধীনতা “
এ বি এম মাহমুদুর রহমান।
স্বাধীনতা তুমি
গোলা বারুদের বিস্ফোরণ , মুক্তি যুদ্ধএর চেতনা।
বঙ্গ বন্ধুর মুক্তি সংগ্রামের ড়াক ।
স্বাধীনতা তুমি
রণ তুর্য ,রবি ঠাকুরের আমার সোনার বাংলা।
নজরুলের চির উন্নত -মম-শির,অগ্নিবীণা।
স্বাধীনতা তুমি
বাংলার রয়েল বেংগল টাইগার
মুক্তিযোদ্ধের ট্রেঙ্ক।
স্বাধীনতা তুমি
হিরোসিমা নাকাসির আনিবক বোমা।
শেখ মুজিবরের ব্জ্রমোষ্ঠি ,বজ্র আওয়াজ ।
স্বাধীনতা তুমি
প্রকম্পিত ভূমিকম্প, আগ্নেয়গিরির লাভা।
হ্যারিকেন ট্রর্নেড়ো আইলা
স্বাধীনতা তুমি
বঙ্গোপ সাগরের উতাল-পাতাল ঢেউ।
একাত্তরের স্মৃতি স্তম্ভ।
স্বাধীনতা তুমি
ভাষা সৈনিকের শহীদ মিনার ।
দুঃখিনী মায়ের করুন আর্তনাদ ।
স্বাধীনতা তুমি
স্বাধীনতার মুক্তি সনদ ।
শ্রেষ্ঠ ও বিশ্ব বরন্য নেতা,শেখ মুজিবরের স্বরাজ।
স্বাধীনতা তুমি
মুক্তির চেতনা -জাগ্রতার উৎস শক্তি ।
অগ্নিঝরা মার্চ ,কৃষণ চূড়ার ফুল।
স্বাধীনতা তুমি
রক্ত মাখা লাল পতাকা।