“দুঃখীর ঈদ”
মামুন মাষ্টার
ঈদের আন্দন সবার ঘরে ঘরে ।
নীদ নাহি দুঃখীদের দুটি চোখে।
অনাথ , এতিম অসহায় ঘুরে পথে পথে
ক্ষুদার জ্বালা লয়ে জঠরে।
খালি গা ময়লা দেহে ঘুমায় খোলা আকাশের নীচে
রেল বাস ফুটপাতে।
কত কুরমা পোলাও উচ্ছিষ্ট ফেলে ধনী লোকে
এক মুটো অন্ন অভাবীর নাহি জোটে।
নতুন পোষাক নতুন জামার বুক ফাটা কান্না
কারো নাহি চোখে পড়ে।
যাকাত লিললা ফেতরা তাও জোটে না কপালে।
দামি পোষাক আতর মাখা আদরে দুলাল যাহে ঈদ গাহে
বস্ত্র হীন অনাথেরা কাঁদে রাস্তার ধারে।